এইচ.এম রাজিব:-সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) তার সহকারী একান্ত সচিব শিশির সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ (মঙ্গলবার) কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি। পরে রাতেই পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। ড. শ্রী বীরেন শিকদার বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। শারীরিকভাবে বিশেষ তেমন কোনো জটিলতা নেই।’

সংসদ সদস্য ড. বীরেন শিকদার সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

104 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here