শালিখা(প্রতিনিধি)ঃ মাগুরা জেলার শালিখা উপজেলা আওয়ামীলিগের পূর্নাঙ্গ কমিটি প্রকাশিত হয়েছে। উক্ত কমিটিতে জনাব এ্যাড. শ্যামল কুমার দে কে সভাপতি ও সিনিয়র সহসভাপতি বিমলেন্দু শিকদার এবং সাধারন সম্পাদক হিসেবে জনাব আরজ আলী বিশ্বাস ও ইলিয়াচুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু ও সভাপতি(ভারপ্রাপ্ত) আ.ফ.ম আবুল ফাত্তাহ। উক্ত কমিটিতে একজন সভাপতি,৯জন সহ সভাপতি,একজন সাধারন সম্পাদক ও ৩জন যুগ্ম সাধারন সম্পাদক সহ ২১জন সম্পাদক ও ৩৫জন সদস্য করে সর্বমোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি। উক্ত কমিটিতে শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের কৃতিসন্তান জনাব এ্যাড. সজিব আহম্মেদকে আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করে। এছাড়াও শতখালী ইউনিয়ন থেকে নির্বাচিত অন্য ৫জন হলেন যথাক্রমে সহসভাপতি মোঃ নুরল ইসলাম বিশ্বাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান লুলু । এছাড়াও সদস্য পদ পেয়েছেন আনোয়ার হোসেন ঝন্টু,আবুল কাশেম মিনা,বিপ্লব কুমার সাহা প্রমুখ।
নতুন এই কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সুধী সমাজ।