বি.বার্তা24 ডেস্কঃ বিজয়ের ৫০ বছর পূর্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় মাগুরার শালিখা উপজেলার তালখড়ি শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শালিখা জেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল হাসান, সহকারি কমিশনার ভূমি তিথী মিত্র, শালিখা থানার ওসি তারক বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আবু হানিফ, মুক্তি যোদ্ধা কমান্ডার আবু বক্কার মাষ্টারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। সকাল থেকেই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের ডালা নিয়ে শহীদ বেদীতে উপস্থিত হয়। ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
এছাড়া দিনের কর্মসূচির মধ্যে ছিল আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল ম্যাচ, আলোচনা ও দোয়া ৷
נארותליווי
Viagra With No Prescription Ttypvj plaquenil psoriasis Uevmld
Христианская песня Опадает желтый лист