স্টাফ রিপোর্টার:-পুলিশ জানায় ২১ শে ফেব্রুয়ারি (রবিবার)পাংশা মডেল থানা মেঘনা খামারপাড়া এলাকায় গোপন সংবাদ ভিত্তিতে এস.আই/মনোয়ার হোসেন, এ.এস.আই/মোঃ জহিরুল হক, এ.এস.আই/ফারুক আহম্মেদ সঙ্গীয় ফোর্সদের সহায়তায়
অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ব্যবসায়ী ১।মোঃ রহিম মিয়া (৩৫), পিতা- মৃত সলেমান, গ্রাম- মেঘনা ২। তুহিন মন্ডল (২৯), পিতা- মৃত আফসার মন্ডল,গ্রাম- বাগমারা, মেঘনা বাজার থেকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী জানায়, এলাকায় অনেক দিন যাবত গাঁজা বিক্রি করে আসছেন রহিম। প্রতিদিন এদের কাছ থেকে স্কুলছাত্রসহ বিভিন্ন বয়সের মানুষ গাজা ক্রয় করে সেবন করছে। এরা আগে বাইরের এলাকায় থাকতো,আজ ৫ বছর আমাদের এলাকায় এসে বসবাস করছে । এরা আসার পর থেকে আমাদের এলাকায় মাদক সেবন বেড়ে গিয়েছে। এদের কারণে যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
২১ শে ফেব্রুয়ারি (রবিবার) আসামীদের রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
tadalafil professional – tadalafil tablets buy real tadalafil online