মাগুরা প্রতিনিধিঃ মাগুরার সদর উপজেলার বরইচারা গ্রাম থেকে মাগুরা সদর হাসপাতালের উদ্দেশে যাত্রা করছিলেন অন্তঃসত্ত্বা এক নারী। পথেই প্রসব ব্যথা শুরু হয়। এতে দিশেহারা হয়ে পড়েন আসমানী খাতুন (২৫)ও তার স্বামী আলীনুর মোল্যা। পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে আসেন হাজীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ কাজী রিপন ও তার সহকর্মীরা তাদের সহযোগিতায় সেই নারী জন্ম দেন ফুটফুটে এক কন্যাসন্তানের। এ বিষয়ে হাজীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ কাজী রিপন বলেন, গতকাল শুক্রবার (১১মার্চ ) আসমানী খাতুন নামের এক নারী ও তার স্বামী আলীনুর মোল্যা বরইচারা গ্রাম থেকে মাগুরা সদর হাসপাতালের উদ্দেশে যাত্রা করছিলেন ওই দিন রাত ১টা ১৫ মিনিটে হাজীপুর পুলিশ ক্যাম্প এর কাছাকাছী আসার পরে তাঁর প্রসব ব্যথা ওঠে এবং হাজীপুর পুলিশ ক্যাম্প এর সামনেই ইজিবাইকের মধ্যে বাচ্চা প্রশব করেন এমত অবস্থায় আসমানী খাতুন এর স্বামী আলীনুর মোল্যা হাজীপুর পুলিশ ক্যাম্প দায়িত্বরত ইনচার্জ কাজী রিপন ও তার সহকর্মীদের সাহায্য চান তিনি।হাজীপুর ক্যাম্প পুলিশের সদস্যরা বলেন, আসমানী খাতুন এর স্বামী আলীনুর মোল্যা ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন তারা। পরে এক নারীর সহায়তায় শালীনতা বজায় রেখে হাজীপুর পুলিশ ক্যাম্প এর ভেতরে আসমানী খাতুন নেওয়া হয়। এরপর পুলিশ সদস্যদের সহায়তায় মা ও নবজাতক কে চিকিৎসা দিয়ে সুস্থ অবস্থায় তার স্বামীর বাড়ী বরইচারাতে পৌছে দেওয়া হয়। এবিষয়ে জানতে পেয়ে মাগুরা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মা ও নবজাতক সুস্থতা কামনা করে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী পাঠান এসময় উপস্থিত ছিলেন হাজীপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ কাজী রিপন, এ,এস,আই তোজাম্মেল হোসন এ,এস,আই শফিউর রহমান, ইসরাফিল হোসেন এছাড়া জনপ্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ১নং হাজীপুর ইউনিয়ন পরিষদ এর মেম্বর মিকাইল ইসলাম ও রবিউল ইসলাম ফুর্তি।