শাহিনুজ্জামান বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ কে সামনে রেখে মাগুরা জেলাধীন মাগুরা সদর উপজেলার ১নং হাজিপুর ইউনিয়নে ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন শেখ রাসেল স্মৃতিসংঘ (লক্ষিকোল) এর প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান (রেবেকুল)
তার সুদীর্ঘ ২০ বছর রাজনীতি জীবন
তিনি জানান, মাগুরার বারবার নির্বাচিত সংসদ সদস্য ডঃ প্রফেসর এম,এস আকবর সাহেব এর হাত ধরে রাজনীতিতে আসেন এছাড়া ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য জনাব, সাইফুজ্জামান (শিখর)এর ব্যাপক প্রচার প্রসার করে সংসদ সদস্য নির্বাচিত করে থাকেন। এছাড়া তিনি মাগুরা সদর উপজেলার ১নং হাজীপুর ইউনিয়কে সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চান। তিনি আরো বলেন জনাব, সাইফুজ্জামান শিখর ভাই তাকে আওয়ামীলীগ হতে নৌকার মনোনয়ন দিলে মাগুরা সদর উপজেলার ১ নং হাজীপুর ইউনিয়নে জনাব, সাইফুজ্জামান শিখর ভাই এর হাত কে আরো শক্তিশালী করে তুলবেন।
purchase tadalafil – tadalafil generic buying tadalafil online safely