শালিখা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় ১৮ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে। অনুষ্ঠানের সভাপতি ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ উল হাসান। প্রধান অতিথি ছিলেন ডিডিএলজি আফাজ উদ্দিন মাগুরা। বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ কামাল হোসেন, সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র,শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, ৭ ইউনিয়নের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, মোঃ সিরাজ উদ্দিন মন্ডল, মোঃ আরোজ আলী বিশ্বাস, মোঃ আনোয়া হোসেন ঝন্টু, মোঃ হুসাইন শিকদার,মোঃ বক্তিয়ার উদ্দীন লস্কার ও মোঃ আব্দুল হালিম মোল্লা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ উল হাসান ৭ ইউনিয়নের ৬৩ জন সদস্য ও ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য কে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এটিও মমিন উদ্দিন। অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন শালিখা।
This is the right website for anybody who wants to find out about this topic. You understand a whole lot its almost tough to argue with you (not that I personally would want toÖHaHa). You definitely put a new spin on a topic which has been written about for years. Excellent stuff, just excellent!
May I just say what a comfort to uncover somebody who truly knows what theyre talking about on the internet. You actually know how to bring a problem to light and make it important. More and more people should look at this and understand this side of the story. Its surprising you arent more popular because you certainly have the gift.
Very nice write-up. I definitely appreciate this site. Thanks!
Im excited to discover this web site. I need to to thank you for ones time for this wonderful read!! I definitely savored every bit of it and I have you bookmarked to look at new information in your web site.