বহুদিন পর গানে ফিরলেন লাল শাড়ী পরিয়া খ্যাত কন্ঠ শিল্পী সোহাগ। ST music এর ব্যানারে রিলিজ হয়েছে তার নতুন গান ভেঙ্গোনা আমার মন। গানটির কথা ও সুর করেছেন জনপ্রিয় গীতিকার ইফরাত।মিউজিক করেছেন শিল্পী সোহাগ নিজে। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়ম ও জান্নাত রোজ। গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মান করেছে জনপ্রিয় নির্মাতা রানা ইব্রাহিম। চিত্র ধারন করেছেন রানা শেখ। গানটি প্রসঙ্গে শিল্পী সোহাগ বলেন S T music এর ব্যানারে রিলিজ হওয়া চমৎকার গানটিতে শ্রোতারা নতুনত্ব খুজে পাবেন। আশা করি দর্শক ভিন্ন কিছু পাবে। S T music এর কর্নধার তুষার খান বলেন ST music বাংলা গান সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য কাজ করছে। সেই ধারাবাহিকতায় ভেঙ্গোনা আমার মন গানটি সব শ্রেনীর শ্রোতার সংগীত পিপাসিত মনকে আনন্দ দিবে।