বি.বার্তা২৪ নিউজডেস্কঃ বাংলাদেশের বিপ্লবী অর্জন স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্পান স্থাপিত হয়েছে। দেশের দক্ষিনাঞ্চলের সাথে রাজধানী ঢাকা শহরের যোগাযোগের ক্ষেত্রে আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। এ যেন বিজয়ের মাসে আরেক বিজয়। সারা দেশে খুশির জোয়ার বইছে আকাশে বাতাসে আজ বিজয়ের ধ্বনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সকল শ্রেনী পেশার মানুষ ফেসবুক ,ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার সহ বিভিন্ন সোশ্যাল সাইটে মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন সামাজিক ,রাজনৈতিক,জনসেবামুলক সংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রেনী পেশার মানুষ।
এ যেন এক বাধ ভাঙ্গা হাসির উচ্ছাস দক্ষিনাঞ্চলের মানুষের মুখে,তারা আজ স্বপ্নের ফোয়ারা দেখছে চোখের দুকোনে। এটা বাঙ্গালির জাতির জন্য এক গর্বিত অধ্যায় ।