নড়াইল প্রতিনিধি খন্দকার সাইফুলঃনড়াইল পৌরসভার সাবেক মেয়র বিশিষ্ট ব্যবসায়ী খান মোঃ কবির হোসেন সন্ত্রাসী
হামলায় গুরুত্বর আহত হয়েছেন। আহত এই ব্যবসায়ীকে নড়াইল সদর হাসপাতালে
ভর্তী করা হয়েছে।
১৩ ডিসেম্বর (রবিবার) রাতে নড়াইল শহরতলীর মূলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বজনরা জানায়, ব্যবসায়ীক কাজে খান কবির রবিবার সাড়ে ৫টার
দিকে মুলিয়া বাজারে অবস্থান করছিলেন, এসময় দক্ষিণ নড়াইল এলাকার পল্লাদ
বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (৩৫), আফছার শেখের ছেলে তুষার শেখ (৩৫),
মথুরাপুরের শংকর সাহার ছেলে রিংকু সাহা কয়েকজন কথা আছে বলে তাকে ডেকে তার
ঘেরে নিয়ে ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে। খান কবির চাঁদা দিতে অস্বীকার করলে
তারা পিস্তলের বাট দিয়ে তার মাথা, মুখমন্ডলে উপর্যুপরি আঘাত করে। এতে খান
কবিরের দাঁত পড়ে যাওয়াসহ মাথা ও শরিরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন।
মারপিটের এক পর্যায়ে চাঁদা আদায়ের জন্য সেখান থেকে সাইকেলে তুলে নিয়ে
যাওয়ার সময় শহরের হ্যালিপ্যাড এলাকায় পৌছালে তিনি মটর সাইকেল থেকে
লাফিয়ে পড়ে দৌড়ে পাশের এক বাড়ি গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে সেখান থেকে
স্বজনা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায়
মামলার প্রস্তৃুতি চলছে।
এ বিষয়ে অভিযুক্ত সাধন,রিংকু ও তুষারের কাছে জানতে চাইলে অস্বীকার করেন।
হামলার বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান
বলেন,অভিযুক্তদের আটকের চেষ্টা
চলছে।