এইচ.এম রাজিব:-লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ৭ নং বশিকপুর ইউনিয়নের কৃতি সন্তান সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজি সাহাব উদ্দিন সাহেব এর সুযোগ্য সন্তান বকুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজি মো. সামছুর রহমান বকুল সংসদীয় এলাকা ২৭৫ লক্ষীপুর -২ নির্বাচনীয় এলাকার সর্বস্তরের জনগণকে পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মুঠোফোনে ঈদুল-আজহার শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় বকুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক কাজি শামছুর রহমান বকুল বলেন, ‘আস্সালামু আলাইকুম, আমি বকুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক কাজি শামছুর রহমান বকুল।

বছর ঘুরে আবার পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে এসেছে।

আমি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি আশা প্রকাশ করেন যে, করোনাভাইরাস মহামারীর সব অন্ধকার কাটিয়ে ঈদ-উল-ফিতর সবার মাঝে আনন্দ বয়ে আনবে।

তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বার্তাটির শেষে, তিনি করোনাভাইরাসের বিস্তার বন্ধে স্বাস্থ্য নির্দেশিকাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে সবার উদ্দেশে বলেন, ‘ভাল থাকুন এবং সুরক্ষিত থাকুন, ঈদ মোবারক!’

142 COMMENTS

  1. Thanks for finally talking about >লক্ষীপুর ২আসনের সকল জনগণকে ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বকুল
    গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক কাজি শামসুর
    রহমান বকুল – দৈনিক বাংলা বার্তা <Loved it! http://antiibioticsland.com/Erythromycin.htm

  2. Greetings! I know this is kinda off topic however I’d figured I’d
    ask. Would you be interested in exchanging links or maybe
    guest writing a blog article or vice-versa? My site covers a lot of the same topics as yours and I believe we could greatly benefit from each other.
    If you might be interested feel free to shoot me an e-mail.
    I look forward to hearing from you! Great blog by the way! http://www.deinformedvoters.org/viagra-generic

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here