ডাক্তারের স্ত্রীকে বিবাহের অপরাধে ছাত্রলীগ নেতার নামে মামলা অতপর হত্যার হুমকি

23
468

যশোরে সোনিয়া শারমিন নামের একজন চিকিৎসক ও তার প্রেমিক ছাত্রলীগ নেতা  জাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার জামিউল হাসান সেতু নামের আরেক ডাক্তার এই মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জরুল ইসলাম মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবি আই) আদেশ দিয়েছেন।

আসামী ডাক্তার সোনিয়া শারমিন সদর উপজেলার তেঘরিয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে এবং মাগুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি জাকির  হোসেন পুরাতন কসবা এলাকার মোঃ আকবার আলী মোল্যার ছেলে । তার পৈত্রিক বাড়ী মাগুরা জেলার শালিখা উপজেলাধীন শতখালী ইউনিয়নের কাতলী গ্রামে। বাদী ডাক্তার জামিউল হাসান সেতুর অভিযোগ, তিনি ২০১৭ সালের ৩০ জুন ১২ লাখ টাকা দেনমোহরে সোনিয়া শারমিনকে বিবাহ করেন।তাদের ঘরে এক ছেলের জন্ম হয় কিন্তু বিয়ের পর থেকে সোনিয়া শারমিন বহু পুরুষে আসক্ত হন। সেই কারনে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকত। এরই মধ্যে জাকির হোসেন জয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন সোনিয়া। বিষয়টি জানার পর নিবৃত করার চেষ্টা করা হলে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকেন তারা। বাদীকে না জানিয়ে বিয়ে করার উদ্দেশ্যে ২০২২ সালের ২৮ মে প্রেমিক জাকির হোসেন জয়ের সাথে চলে যান। তখন বিভিন্ন স্থানে খোজ খবর নিয়ে বাদী জানতে পারেন তার স্ত্রী সোনিয়া শারমিন আসামি জাকির হোসেনকে বিয়ে করে তার বাসায় বসবাস করছেন। গত বছরের ২৬ ডিসেম্বর আসামিরা বাদীর অনুপস্থিতিতে তার বাড়িতে আসেন। সোনিয়ার কাছে থাকা চাবি ব্যবহার করে ঘরে ঢুকে তালা ভেঙ্গে জমি কেনার জন্য রাখা আট লাখ টাকা ও এক ভরি সোনাসহ ঘরের আসবাবপত্র,খাট,সোকেস,ফ্রিজ,ওয়াশিং মেশিন ট্রাকে করে নিয়ে যান।এরপর দফায় দফায় আসামী ছাত্রলীগনেতা জাকির হোসেনের বাড়িতে গিয়ে স্ত্রীকে ফিরিয়ে আনা ও টাকা পয়সা ফেরত দেয়ার কথা বললে সোনিয়া শারমিন জানান তিনি সেখানে বিবাহ করে সংসার করছেন। তিনি সেখানে আসবেন না এবং টাকা ও মালামার ফেরত দিবেন না । এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি তাজ ইসলাম তাজু বলেন একটি হচ্ছে বিশ্বাস ভঙ্গ করে ব্যভিচার এবং অপরটি হচ্ছে অর্থ আত্মসাৎ করার মামলা হয়েছে।

অপরদিকে বাদী ডাক্তার জামিউল ইসলাম সেতু বলেন,  ১১ ও ১৪ ই ফেব্রুয়ারি ২০২৩ ইং খ্রিৎ তারিখে গ্রামের কাগজ,লোকসমাজ সহ  বিভিন্ন জাতীয়,স্থানীয় ও অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত এবং তার নামে মামলা করায় ছাত্রলীগ নেতা জাকির হোসেন আমাকে জীবননাশের হুমকি প্রদান করে। আমি আতঙ্কিত অবস্থায় রয়েছি। আমি জীবননাশের ভয়ে থানায় একটি সাধারন ডায়েরি করব।

23 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here