নজরুল ইসলাম,ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ কালীগঞ্জের স্বাস্থ্যকর্মকর্তা শামিমা শিরিন লুবনা কর্তৃক ক্রিড়া ব্যক্তিত্ব সর্বোজন শ্রদ্ধেয় লুৎফর রহমান লাড্ডুকে মানষিকভাবে নির্যাতনের প্রতিবাদে ও দ্রæত অপসারনের দাবিতে কালীগঞ্জবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এ উপলক্ষে ক্রিড়া ফাউন্ডেশনের আয়োজনে অংশ গ্রহনকারীরা মেইন বাসস্ট্যান্ডে মহাসড়কের পাশে প্রায় ৪০ মিনিট ব্যানার ফেস্টন নিয়ে দাঁড়িয়ে শ্লোগান দিয়ে প্রতিবাদ করেন। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদের উপস্থিত হয়ে তারা অভিযুক্ত ডাঃ শামিমা শিরিন লুবনার দৃষ্টান্তমূলক শাস্তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে কালীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বাস্থ্যকর্মকর্তা শামিমা শিরিন লুবনার দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে উপজেলা পরিষদের প্রধান ফটকে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স¥ারকলিপি প্রদান করা হয়। এ সময় কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্রাচ্যার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক আজাদ রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সমকাল প্রতিনিধি জামির হোসেন, সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু, সিনিয়র সাংবাদিক মোস্তফা আব্দুল জলিল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সংবাদ প্রতিনিধি সাবজাল হোসেন, যুগান্তর প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগ, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিকলীগের সভাপতি মাসুদুর রহমান সোহাগ,ওয়ার্কাস পার্টির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম। স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক মোস্তফা ইবনে মাসুদ প্রমূখ।

মানববন্ধনে স্থানীয় কালীগঞ্জের কর্মরত সাংবাদিক, বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংগঠন,ক্লিনিক মালিক সমিতি, ছাত্রদের ফেইজবুক কেন্দ্রিক ওয়াও ওয়াচাম গ্রæপ, ফুটবল, ভলিবল, ক্রিকেট কমিটি, সূধী সমাজের নেতৃবৃন্দ, উন্নয়নমূলক সংগঠন ও কালীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্যানার ফেষ্টন নিয়ে উপস্থিত ছিলেন। তারা ব্যানার ফেস্টন নিয়ে অভিযুক্ত ডাক্তারের অপসারনের দাবিতে শ্লোগান দিতে থাকেন। আগামী ৭ দিনের মধ্যে উপজেলা স্বাস্থকর্মকর্তার অপসারন না করা হলে কালীগঞ্জের মানুষ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।

স্মারক লিপি হাতে পেয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন বলে আশ্বাস প্রদান করেন।

154 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here