রাজবাড়ী জেলা প্রতিনিধি,শাহীন রেজা:-হাতের উপর ঐ হাত রেখে একদিন বলেছিলে ভালবাসি, বলেছিলে ছেড়ে যাবে না কখনো, তখন মনে হয়েছিল আমাকে ভালবাসার কেউ একজন আছে।

রাতবিরাতে ফোনে কিংবা সকাল বিকাল চিঠিতে ছুড়ে দিয়েছ অসংখ্য প্রেমের কবিতা গান,
গলা ভাংগা জেনেও কবিতা শোনানোর আবদার করেছ,
কখনো কখনো ভালবাসার কথা বলতে বলতে রাত হয়েছে ভোর, তখন মনে হয়েছিল আমাকে ভালবাসার কেউ একজন আছে।

নিজের একান্ত ব্যক্তিগত কষ্টগুলো কাছের মানুষ ভেবে বলেছ প্রতিদিন, ব্যাকুল হয়ে অনেকদিন বলেছ
ছেড়ে যাবেনা কোনদিন,
তখন মনে হয়েছিল আমাকে ভালবাসার কেউ একজন আছে।

নিজের সমস্ত আবেগের উষ্ণতা দিয়ে ছুয়ে দিয়েছ কখনো কখনো,
কখনো কখনো আবার আদর দিয়ে নাক ডুবিয়েছ চুলে,
আমার মাঝে নিজের সত্তাকে হারিয়েছ কখনো কখনো,
তখন মনে হয়েছিল আমাকে ভালবাসার কেউ একজন আছে।

হুট তোলা রিকশায় অথবা কোন রেস্তোরাঁয়
সবুজ বিছানো ঘাসে অথবা পার্কের বেঞ্চিতে
দিনদুপুরে,বেখেয়ালে গল্প জুড়ে দিয়েছ,
তখন মনে হয়েছিল আমাকে ভালবাসার কেউ একজন আছে।

কখনো না রেগে, সমস্ত মান অভিমান ভুলে
বুকে মাথা রেখে যখন বলেছ সত্যি ভালবাসি,
তখন মনে হয়েছিল আমাকে ভালবাসার কেউ একজন আছে।

249 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here